GRIHOBONDI LYRICS BY ARMAN ALIF :Presenting 'Grihobondi ' Bengali Sad Song Lyrics.This song is sung By Arman Alif & Lyrics planned By Delowar Arjuda Sharaf,Tuned By Avi Akash.While the music was composed By Musfiq Litu.
Song: Grihobondi
Singer: Arman Alif
Lyrics: Delowar Arjuda Sharaf
Composition: Musfiq Litu
Label: Soundtek
Grihobondi Lyrics (Bangla)
তোরে আমি ভালোবেসে
এখন গৃহবন্দী।
একলা ঘরে আহাজারি
কষ্ট প্রতিদ্বন্দ্বী। - [ ২ বার ]
চোখের ভেতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই। - [ ২ বার ]
তোর হতে, তোরে পেতে
আমরণ অনশন।
জানলো না কেউ আমার ভেতর
আমারই নির্বাসন। - [ ২ বার ]
চোখের ভেতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই। - [ ২ বার ]
তোর হয়ে যাবো সয়ে
নিদারুন প্রহসন।
বুঝলো না কেউ আমার এ মন
এ বুকে কী দহন। - [ ২ বার ]
চোখের ভেতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই। - [ ২ বার ]
এখন গৃহবন্দী।
একলা ঘরে আহাজারি
কষ্ট প্রতিদ্বন্দ্বী। - [ ২ বার ]
চোখের ভেতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই। - [ ২ বার ]
তোর হতে, তোরে পেতে
আমরণ অনশন।
জানলো না কেউ আমার ভেতর
আমারই নির্বাসন। - [ ২ বার ]
চোখের ভেতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই। - [ ২ বার ]
তোর হয়ে যাবো সয়ে
নিদারুন প্রহসন।
বুঝলো না কেউ আমার এ মন
এ বুকে কী দহন। - [ ২ বার ]
চোখের ভেতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই। - [ ২ বার ]
Play ► Grihobondi - Mp3 Song/Video
Comments
Post a Comment