MON BOJHE NA LYRICS - MAHTIM SHAKIB


MON BOJHE NA LYRICS BY MAHTIM SHAKIB FROM LOVE VS CRUSH :Presenting 'Mon Bojhe Na' Bengali Song lyrics from the Drama ' Love Vs Crush ' Featuring very talented Jovan &Mehazabien Chowdhury in the lead role & Drected By Probir Roy Chowdhury.This song is sung by Mahtim Shakib & Lyrics planned By Saad Bin Alam.While the music was composed ByPiran Khan.

Song: Mon Bojhe Na 
Singer: Mahtim Shakib
Lyrics: Saad Bin Alam
Composition: Priran Khan
Drama: Love Vs Crush (2018)
Label : CD Choice

   Mon Bojhe Na Lyrics (Bangla)

মন বোঝে না মনকে আর
মন খোঁজে শুধু তোমাকে,
দুঃখে এখনও ভয় হয় না
সুখ খুঁজি তোমার দেয়া দুঃখে। - [ ২ বার ]

ডাক পাঠালাম রঙিন পাখির 
ডানায় রং ছুড়ে। 
বুকের ভেতর শুন্যতাটা 
কারো কি কথা শোনে? - [ ২ বার ] 
তুমি ছাড়া....

বদলে গেছে সব কিছু,
বদলে গেছি এই আমি। 
হাসিরেখা ফিরে এসেছে
ঠোঁটে আমার হাসি হয়ে তুমি। 

জানি কেটে যাবে এ প্রহর,
সব রয়ে যাবে স্মৃতিতে। 
তবু পারবে কি তুমি,
সহজে ভুলে যেতে আমাকে ?

ডাক পাঠালাম রঙিন পাখির 
ডানায় রং ছুড়ে। 
বুকের ভেতর শুন্যতাটা 
কারো কি কথা শোনে? - [ ২ বার ] 
তুমি ছাড়া....

Play ► Mon Bojhe Na- Mp3 Song/Video

Comments