TUI TO AMAR SOB LYRICS - MINAR RAHMAN


TUI TO AMAR SOB LYRICS BY MINAR RAHMAN :Presenting 'Tui To Amar Sob ' Bengali Song lyrics.This song is sung By Minar Rahman & Lyrics was planned By Ahmed Risvy.While the music was composed By Musfiq Litu.

Song: Tui To Amar Sob
Singer: Minar Rahman
Lyrics: Ahmed Risvy
Composition: Musfiq Litu
Label: Soundtek

  Tui To Amar Sob Lyrics (Bangla)

তোর কাছে যেতে চায় 
হৃদয় মানেনা বারণ। 
বৃষ্টির শহরে মেঘলা
আমার এই মন। - [ ২ বার ] 

তুই কি আমার মতো ভাবিস আমায়?
ভালোবাসা খুঁজে নিস জলের ছোঁয়ায়?
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব। 

তুই...তুই তো আমার সব 
তুই...তুই তো আমার সব 
তুই তো আমার সব। 

অভিমানী ভুলগুলো
যেন ফুল হয়,
একা একা কাটেনাতো
 বিরহী সময়। - [ ২ বার ]

তুই কি আমার মতো সপ্ন দেখিস?
চোখের আকাশ জুড়ে আমায় আঁকিস?
তোকে ছাড়া হয়নাতো কোন  উৎসব। 

তুই...তুই তো আমার সব,
তুই...তুই তো আমার সব,
তুই তো আমার সব। 

ভেজা চোখে ঝরে পরে 
শিশিরের সুর,
তোর কথা মনে পরে 
রাত্রি দুপুর। - [ ২ বার ] 

তুই কি আমার মতো উদাস কবি?
লিখে যাস হৃদয়ে কাব্য ছবি?
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব। 

তুই...তুই তো আমার সব,
তুই...তুই তো আমার সব,
তুই তো আমার সব।
Play ► Tui To Amar Sob - Mp3 Song/Video

Comments