JODI TUMI JANTE LYRICS BY MINAR RAHMAN :Presenting ' Jodi Tumi Jante ' Bengali Song lyrics.This song is sung By Minar Rahman & Lyrics was planned By A Mizan,while the tune & Music was composed By Ahmmed Humayun.This is the title track of the telefilm ' Jodi Tumi Jante ' featuring Mehazabien Chowdhury, Ziaul Faruq Apurba & Nirob in the lead role & Directed By Jakaria Showkhin.
Song: Jodi Tumi Jante
Singer: Minar Rahman
Lyrics: A Mizan
Composition: Ahmmed Humayun
Telefilm: Jodi Tumi Jante (2018)
Label: CMV
Jodi Tumi Jante Lyrics (Bangla)
যদি তুমি জানতে,
কতটা প্রেম জমেছে বুকে।
যদি তুমি জানতে,
কতটা ক্ষত তোমার অসুখে।
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
যদি তুমি জানতে,
কতটা প্রেম জমেছে বুকে।
যদি তুমি জানতে...
রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ।
রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ।
তবু পথ খুঁজে যায়
পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
জলে ছুঁয়ে যায়,
চোখে বারেবার,
তুমি না ফিরলে আমি হবো কার ? - [ ২ বার ]
তাই পথ খুঁজে যায়
পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
যদি তুমি জানতে,
কতটা প্রেম জমেছে বুকে।
যদি তুমি জানতে,
কতটা ক্ষত তোমার অসুখে।
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
কতটা প্রেম জমেছে বুকে।
যদি তুমি জানতে,
কতটা ক্ষত তোমার অসুখে।
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
যদি তুমি জানতে,
কতটা প্রেম জমেছে বুকে।
যদি তুমি জানতে...
রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ।
রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ।
তবু পথ খুঁজে যায়
পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
জলে ছুঁয়ে যায়,
চোখে বারেবার,
তুমি না ফিরলে আমি হবো কার ? - [ ২ বার ]
তাই পথ খুঁজে যায়
পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
যদি তুমি জানতে,
কতটা প্রেম জমেছে বুকে।
যদি তুমি জানতে,
কতটা ক্ষত তোমার অসুখে।
তবে খুঁজতে না ভুল
ভুলের ঠিকানায়।
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল। - [ ২ বার ]
Play ► Jodi Tumi Jante - Mp3 Song/Video
Comments
Post a Comment