JANERI JAN (জানেরি জান) LYRICS - Moyuri, Ankur Mahamud


Janeri Jan Lyrics by Moyuri : Song Lyrics in Bangla by Ankur Mahamud Feat Moyuri. Bengali Lyrics written by Md Kabir BokulAnd Music composed by Ankur Mahamud.


Singer: Moyuri (Shopnojal Band)
Lyrics & Tune : Md Kabir Bokul
Guitar: Shihab Rayhan
Music: Ankur Mahamud
Produced by: Kachi Ahmed
Starring: Afjal Sujon & Ontora
Story & Directed by Eagle Team
DOP: Rajon Hossain Rom
Label: Eagle Music

  Moyuri Lyrics

বন্ধু সোনার চান,
তুই আমার জানেরি জান (x2)
তোমায় ভালোবেসে আমি,
তোমায় ভালোবেসে আমি দিয়েছি পরাণ
বন্ধু সোনার চান,
তুই আমার জানেরী জান

ভালোবাসার মানে হইলো,
দুইটি মনের মিল
দুইটি মনের মিলন হইলে,
সুখে ভরে দিল 
জীবন মাঝে নেমে আসে,
জীবন মাঝে নেমে আসে কত হাসি গান
বন্ধু সোনার চান,
তুই আমার জানেরী জান
বন্ধু সোনার চান,
তুই আমার জানেরী জান

প্রেম ছাড়া জগৎ চলে না,
চলে না জীবন
সে তো সুখি যে পেয়েছে,
মনের মত মন 
ভালোবাসা স্বর্গ শুধা,
ভালোবাসা স্বর্গ শুধা বিধাতারি দান
বন্ধু সোনার চান,
তুই আমার জানেরী জান
বন্ধু সোনার চান,
তুই আমার জানেরী জান

তোমায় ভালোবেসে আমি,
তোমায় ভালোবেসে আমি দিয়েছি পরাণ
বন্ধু সোনার চান,
তুই আমার জানেরী জান ..

Play ► Moyuri - Mp3 Song/Video

Comments