KONNA (কন্যা) LYRICS - SHIEKH SADI | BENGALI SONG 2018


KONNA LYRICS BY SHIEKH SADI : Presenting 'Konna' Bengali Song Lyrics.This song is sung By Shiekh Sadi & also Lyrics penned By Himself.While the music is arranged By Sahriar Rafat.

Song : Konna
Singer : Shiekh Sadi
Lyrics : Sheikh Sadi
Music : Sahriar Rafat
Label : Sahriar Rafat (Pvt. Release)

  Konna Lyrics

ও কন্যা তোমার মুখের হাসি 
আমি বড় ভালোবাসি।
তোমার তরে মন সোপেছি, 
তোমারেই ভালোবেসেছি। 

ও কন্যা তোমার চোখ দু'খানি
মিষ্টি সুরের মুখের বাণী,
তোমার মাঝে আমায় খুঁজেছি।
তোমারেই ভালোবেসেছি। 

ও কন্যা তোমার মুখের হাসি 
আমি বড় ভালোবাসি।
তোমার তরে মন সোপেছি, 
তোমারেই ভালোবেসেছি। 

যেদিন তোমায় প্রথম দেখেছি,
লুকিয়ে মনে ছবি এঁকেছি।
সেদিন থেকে স্বপন গড়েছি, 
শান্ত এই মনটাকে 
বেপরোয়া হতে দেখেছি।

কন্যা তোমার লাজুক লাজুক
চাহনি আর দিও না,
বুকের ভেতর মন রবে না,
কন্যা তোমায় ভুলতে পারি না।

কন্যা তোমার রেশমি কালো
কেশ বাঁধিয়া রাইখো,
নজর যেন কারো লাগে না,
তোমার মিষ্টি হাসির আমি দিওয়ানা,
মিষ্টি হাসির আমি দিওয়ানা।

আবেগে বাঁধিয়া মরে
নজর রাখো কোন পাড়ে?
মায়ার বাঁধন ভুলতে পারবে না,
দোহায় লাগে দূরে যাইয়ো না,
দোহায় লাগে দূরে যাইয়ো না, 
ও... দোহায় লাগে দূরে যাইয়ো না।

Comments