Manush Ekhono Manusher Pashe Lyrics In Bengali from Reunion Bangla Movie. Song is sung by Rupankar Bagchi And Rupam Islam. Starring: Indrasish, Parambrata Chattopadhyay, Samadorshi, Raima Sen, Saurav, Subhrajit Dutta, Saayoni Ghosh And Others.
Film Name: Reunion
Song Name: Manush Ekhono Manusher Pashe (মানুষ এখনো মানুষের পাশে)
Singers: Rupankar Bagchi & Rupam Islam
Music: Joy Sarkar
Lyrics: Rajib Chakraborty
Directed by: Murari M Rakshit
DOP: Subhadeep Dey
Editor: Anirban Maity
Production: MMR Films
Producers: Murari M Rakshit & Subhajit Rakshit
Label: Amara Muzik
Manush Ekhono Manusher Pashe Lyrics
মানুষ এখনো মানুষের পাশে
যায়নি তো আজও ভেসে
শিরায় শিরায় একই প্রত্যাশা
হাজার শপথে মেশে (x2)
পথেরদাবী পথেই রাখা
পথেই দেখা হবে
বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক,
আগামীর বিপ্লবে।
বাতাসে যারা মিশিয়েছে বিষ,
মানুষ যারা মারে
তোমার স্লোগান ছড়াক আগুন,
ধ্বংস করো তারে (x2)
আপোষ তুমি করোনা এখন
সময় বলছে এসো
ব্যারিকেড হোক পথে-প্রান্তরে
মানুষ কে ভালোবেসো।
পথেরদাবী পথেই রাখা
পথেই দেখা হবে
বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক,
আগামীর বিপ্লবে।
তুমি সনাতন, তুমি বিদ্রোহ
ঝড় জলে তোলপাড়
তোমার জন্য পৃথিবীর পথে
মুঠো ছুঁড়ে সোচ্চার (x2)
বিক্ষোভে আছো বিশ্বাষে বাঁচো
প্রতিরোধে বাঁধো সুর
পায়ে পায়ে চলো সূর্যের দেশে
গায়ে মেখে রোদ্দুর।
পথেরদাবী পথেই রাখা
পথেই দেখা হবে
বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক,
আগামীর বিপ্লবে। (x2)
বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক,
আগামীর বিপ্লবে ...
Play ► Manush Ekhono - Mp3 Song/Video
Comments
Post a Comment