MON PRIYA (মন প্রিয়া) LYRICS - Tanjib Sarowar, Moutushi


Mon Piya Re Chol Moner Barite Song Lyrics: in Bangla Sung by Tanjib Sarowar And Moutushi. Music composed by Sajid Sarker.

Singers: Tanjib Sarowar & Moutushi
Lyric & Tune: Tanjib Sarowar
Music: Sajid Sarker
Label: Gaanchill Music

  Mon Piya Re Lyrics

মন খুলে আমার চোখে রাখো চোখ
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক
আমি মাটি থেকে আসমান মরণ জীবন
তোমায় দিয়ে দিলাম

মন পিয়ারে চল মনের বাড়িতে,
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে (x2)

কাগজে কলমে লিখি গোপনে,
পাঠাবো হাওয়াতে ভালোবাসা লিখে
তুমি চুপচাপআমি চুপচাপ,
থমকে থাকা রাত,
শুধু গল্প হোক আর স্বল্প হোক
ভালোবাসা থাক

আমি মাটি থেকে আসমান মরণ জীবন
তোমায় দিয়ে দিলাম ..

মন পিয়ারে চল মনের বাড়িতে,
মন পিয়ারে জ্বলে বুকের ভেতরে (x2)

তুমি আমি আর কিছু কথা
সাজিয়ে রেখেছি খুব ভালোবাসা
মন ছুঁয়ে ছুঁয়ে দেখো,
খুঁজে খুঁজে দেখো পাবে আমাকে
মিষ্টি করে বলো দুষ্টুমির ছলে,
আমারই হবে

আমি মাটি থেকে আসমান মরণ জীবন
তোমায় দিয়ে দিলাম ..
মন খুলে আমার চোখে রাখো চোখ
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক
আমি মাটি থেকে আসমান মরণ জীবন
তোমায় দিয়ে দিলাম
মন পিয়ারে চল মনের বাড়িতে,
মন পিয়ারে জ্বলে বুকের ভেতরে
মন খুলে আমার চোখে রাখো চোখ
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক
আমি মাটি থেকে আসমান মরণ জীবন
তোমায় দিয়ে দিলাম

মন পিয়ারে চল মনের বাড়িতে,
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে (x2)

কাগজে কলমে লিখি গোপনে,
পাঠাবো হাওয়াতে ভালোবাসা লিখে
তুমি চুপচাপআমি চুপচাপ,
থমকে থাকা রাত,
শুধু গল্প হোক আর স্বল্প হোক
ভালোবাসা থাক

আমি মাটি থেকে আসমান মরণ জীবন
তোমায় দিয়ে দিলাম ..

মন পিয়ারে চল মনের বাড়িতে,
মন পিয়ারে জ্বলে বুকের ভেতরে (x2)

তুমি আমি আর কিছু কথা
সাজিয়ে রেখেছি খুব ভালোবাসা
মন ছুঁয়ে ছুঁয়ে দেখো,
খুঁজে খুঁজে দেখো পাবে আমাকে
মিষ্টি করে বলো দুষ্টুমির ছলে,
আমারই হবে

আমি মাটি থেকে আসমান মরণ জীবন
তোমায় দিয়ে দিলাম ..
মন খুলে আমার চোখে রাখো চোখ
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক
আমি মাটি থেকে আসমান মরণ জীবন
তোমায় দিয়ে দিলাম
মন পিয়ারে চল মনের বাড়িতে,
মন পিয়ারে জ্বলে বুকের ভেতরে

Play ► Mon Piya Re - Mp3 Song/Video

Comments