The song is sung by Timir Biswas, Raj Barman And Arnab Dutta. Music composed by Harish Sagane. Starring: Ujaan Ganguly, Abantika, Rajatava Dutta, Koushik Sen, Aparajita Auddy And Others.
Movie Name: Rosogolla (রসগোল্লা)
Song Name: Dhire Dhire Hawa Bare(ধীরে ধীরে)
Singer: Timir Biswas, Raj Barman & Arnab Dutta
Music: Harish Sagane
Directed by: Pavel
Cinematography: Supriyo Dutta
Produced by: Nandita Roy & Shiboprosad Mukherjee
Music Label: Windows
Dhire Dhire Lyrics
ধীরে ধীরে হাওয়া বাড়ে,
হাওয়া বাড়ে ধীরে ধীরে
হাওয়া নিয়ে খবর ওড়ে
লোক গাথা ঘরে ঘরে
ধীরে ধীরে দেখো হাওয়া বাড়ে
হাওয়া বাড়ে দেখো ধীরে ধীরে
কালবোশেখী ঘূর্ণি হবে এলোমেলো ঝড় রে
ওরে নবীন ওরে কাঁচা,
আধমরা দের বাঁচা
ওরে নবীন ওরে কাঁচা,
ভেঙে ফেল রে খাঁচা।
কাঁধে বোঝা, নইতো সোজা,
করতে হবে পার
তুই মাঝি, তুই মোল্লার,
করবি পারাপার (x2)
ধীরে ধীরে দেখো হাওয়া বাড়ে
হাওয়া বাড়ে দেখো ধীরে ধীরে
কালবোশেখী ঘূর্ণি হবে এলোমেলো ঝড় রে
ওরে নবীন ওরে কাঁচা,
আধমরা দের বাঁচা
ওরে নবীন ওরে কাঁচা,
ভেঙে ফেল রে খাঁচা।
ভীষণ অসম্ভব ঘটবেই,
যা হবার তা হবেই
কালো মেঘের ছায়া সরেছে।
শোন রে আত্মভোলা তোর
মিঠে হাসি নিয়ে
সবাই তোর পথ চলা চলেছে।
তুই পাগল সেই হাওয়া যে
ডানায় দেয় উস্কানি
সব নতুন ভাবনারা উড়েছে
তুই দিশা সেই দিকে
যা বানায় স্বপ্ন কাহিনী
সব নতুন রঙেতে রেঙেছে।
ধীরে ধীরে দেখো হাওয়া বাড়ে
হাওয়া বাড়ে দেখো ধীরে ধীরে
কালবোশেখী ঘূর্ণি হবে এলোমেলো ঝড় রে
ওরে নবীন ওরে কাঁচা,
আধমরা দের বাঁচা
ওরে নবীন ওরে কাঁচা,
ভেঙে ফেল রে খাঁচা।
Play ► Dhire Dhire - Mp3 Song/Video
Comments
Post a Comment